কর্মসূচীর নাম : স্যোসাল অ্যান্ড ইকোনোমিক এক্সক্লুশন অ্যান্ড মাইগ্রেশন: ইনক্লুশন অব এক্সক্লুডেড গ্রুপস ইনটু মাইগ্রেশন প্রসেস (এসইইএম)


কর্মএলাকা : উপজেলা: ভাংগা ও সদরপুর, জেলা: ফরিদপুর

কার্যক্রম : অভিবাসনের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারীর জন্য সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস হতে বিএফএফ এসইইএম প্রকল্প শুরু করে। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় ও রেফিউজি এ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)-এর সহযোগী সংস্থা হিসাবে ফরিদপুর জেলার ফরিদপুর সদর. সদরপুর ও ভাঙ্গা উপজেলায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সম্ভাব্য অভিবাসী, ক্ষতিগ্রস্ত এবং বিদেশ হতে ফিরে আসা নারী অভিবাসী শ্রমিক, নারী অভিবাসী পরিবারের সন্তান ও সদস্যদের সহায়তা করাই এই প্রকল্পে মূল উদ্দেশ্য। বিদেশ ফেরত নারী অভিবাসী শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ও পুনঃএকত্রীকরণ নিশ্চিতকরণ, বিদেশগামী নারীর দক্ষতা বৃদ্ধি ও সম্মানজনক চাকরির পথ সুগমকরণ, অভিবাসন প্রক্রিয়ায় সুশাসন প্রতিষ্ঠার জন্য পলিসি রিফর্মে উৎসাহিতকরণ এবং তথ্য আদানপ্রদানসহ ও অভিবাসন সেবা বৃদ্ধির মাধ্যমে অভিবাসী শ্রমিকদের ক্ষমতায়িতকরণের মাধ্যমে এই উদ্দেশ্য সাধিত হবে। এসইইএম প্রকল্পের কার্যক্রমসমূহ- * অভিবাসী অধিকার রক্ষা কমিটি গঠন। * সরকারী ও বেসরকারী সেবা প্রদানকারী সংস্থার সাথে অভিবাসীর যোগাযোগ স্থাপন। * আইনী সহায়তা প্রদান। * নারী অভিবাসীর অর্থনৈতিক পুনর্গঠন ও পুনঃএকত্রীকরণ। * অভিবাসী পরিবারের সদস্যদের মনোঃসামাজিক কাউন্সেলিং প্রদান। * সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম: উঠান বৈঠক, হাটসভা, টি স্টল মিটিং, ভিডিও শো, স্কুলভিত্তিক প্রোগ্রাম ইত্যাদি। * নারী অভিবাসীর জন্য প্রাক বর্হিগমন প্রশিক্ষণ। * বিদেশ গমনোচ্ছুকদের জন্য প্রশিক্ষণ। * স্থানীয় পর্যায়ে সভা, প্রশিক্ষণ ও ওয়ার্কশপের মাধ্যমে অভিবাসন বিষয়ক দক্ষতা বৃদ্ধি করা।

অগ্রগতি : অগ্রগতি: অর্জন (২০২০-২০২১) ক্রম কার্যক্রম অর্জন (২০২০-২০২১) বেনিফিসিয়ারি সংখ্যা নারী পুরুষ মোট ০১ এমআরপিসি মাসিক সভা ৩৯ ৮২ ১৬৮ ২৫০ ০২ স্থানীয় সালিশ ১১ ০৬ ০৫ ১১ ০৩ সচেতনতামূলক কর্মসূচি ০৯ ১৪৪ ৮৪ ২২৮ ০৪ প্রাক বহির্গমন প্রশিক্ষণ ০৪ ১০০ ২৭ ১২৭ ০৫ প্রাক সিদ্ধান্ত গ্রহণ প্রশিক্ষণ - - - ০৬ কেইজ স্টোরী ১০ ১০ ০৭ ভিসা চেক ১৭২ ১৬২ ১০ ৩৩৪ ০৮ স্বাস্থ্য সচেতনতা ও জীবন দক্ষতা প্রশিক্ষণ ০২ ৭৪ - ৭৬ ০৯ আন্তর্জাতিক নারী দিবস/মাইগ্রেন্ড ডে ০২ ৩৪ ১২ ৪৬ ১০ এম এফ এ সার্ভে ৩৮ ০৭ ৩১ ৩৮ ১১ অভিবাসির আদালত ০২ ০৪ ০৫ ০৯ ১২ ডাটা এন্ট্রি (উপকারভোগীর তথ্য) ১০১১ - - ১০১১ ১৩ প্রাক বহির্গমন প্রশিক্ষণ (ফলোআপ) ২১৬ ১৮৯ ২৭ ২১৬ ১৪ প্রাক সিদ্ধান্ত গ্রহণ প্রশিক্ষণ (ফলো আপ) ৪৩ ০৫ ৩৮ ৪৩ ১৫ কাউন্সিলিং ০৪ ০২ ০২ ০৪

দাতা সংস্থা : মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় ও রেফিউজি এ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)


আমাদের অনুসরণ করুন
  • @gmail.com
অর্থপ্রদান
  • ০১৭১১-০০০০০০