কর্মসূচীর নাম : বাংলাদেশের ভূমিহীন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিস্বত্ত এবং যৌথ কৃষি চর্চা কর্মসূচি


কর্মএলাকা : ইউনিয়ন: নর্থ চ্যানেল, চরমাধবদিয়া ও অম্বিকাপুর, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর।

কার্যক্রম : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও অম্বিকাপুর ইউনিয়নের প্রান্তিক ও ভ‚মিহীন .কৃষকদের জমির অধিকার ও মালিকানা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বি.এফ.এফ। বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা হয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের প্রান্তিক ও ভ‚মিহীন কৃষকদের আইনী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উৎপাদনশীল কার্যক্রমের প্রশিক্ষণ প্রদান করা হয় যেন তারা আত্মনির্ভশীল হতে পারে। স্বাবলম্বী হওয়ার জন্য বি.এফ.এফ প্রকল্প এলাকার নিয়মিত সঞ্চয় জমা রাখে সদস্যরা ভার্মি কম্পোস্ট সার তৈরি করেন। এই সার বিক্রি ও ব্যবহার করে তারা লাভবান হচ্ছে ও উপার্জন করছে। এছাড়াও করোনা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে সচেতন করা হয়। জনসমবায় দল হলুদ গুড়া, মরিচ গুড়া, ধনিয়া গুড়া, বেসন ও মুড়ি বাজারজাতকরণের কাজ করছে এবং কৃষকদের উৎপাদিত পণ্য-এর বীজ সংগ্রহ করে সদস্যরা বীজ ব্যাংক তৈরী করছে।

...
এএলআরডি এর সহযোগিতায় বেনিফিসিয়ারি'জ ফ্রেন্ডশিপ ফোরাম-বিএফএফ বাস্তবায়িত বাংলাদেশের ভূমিহীন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিস্বত্ব এবং যৌথকৃষি চর্চা প্রকল্প

প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে সংগঠিত পলাশ নারী দলের সদস্যদের অংশগ্রহণে নলেজ শেয়ারিং সভায় "নিরাপদ কৃষিপণ্য উৎপাদন ও জমির সর্বোচ্চ ব্যবহার" বিষয়ে আলোচনা করছেন বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম। পলাশ নারী দলের সভানেত্রী নুরজাহান বেগমের সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন বিএফএফ এর কর্মসূচি সংগঠক পারমিতা বিশ্বাস। উপস্থিত ছিলেন বিএফএফ এর কর্মসূচি সংগঠক মো: দেলোয়ার হোসেন। (২৬ ডিসেম্বর ২০২২)

অগ্রগতি : এক নজরে উল্লেখিত কর্মসূচি (জুলাই, ২০২৪ - জুন, ২০২৫) কার্যক্রম বিবরণী নারী জনসমবায় দলের সংখ্যা: ১০ টি নারী জনসমবায় দলের সদস্য সংখ্যা: ২০৩ জন নারী জনসমবায় দলের মোট সঞ্চয়: ৪,০৭,৪৬৮ টাকা নারী জনসমবায় দলের ভার্মি কম্পোস্ট কার্যক্রম: কাশফুল সমবায় দলের ১ জন তৈরি করেন। নারী জনসমবায় দলের যৌথ চাষাবাদ: পাট, ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, বাদাম। এরছাড়াও দল মৌসুমি সবজি চাষ করে। কার্যক্রম (২০২৪-২৫) লক্ষ্য অর্জন নারী পুরুষ মোট দলনেত্রীদের সমন্বয় সভা: ৬টি, ৬টি, ১০৯, ০৯, ১১৮ নলেজ শেয়ারিং সভা: ৪টি, ৪টি, ৬৫, ২০, ৮৫ আন্ত:দলীয় অ্যালায়েন্স সভা: ১টি, ১টি, ৪৪, ৩, ৪৭ আন্তর্জাতিক নারী দিবস, ২০২৫ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভা: ১টি, ১টি, ৪৮, ৩২, ৮০ জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা: ১টি, ১টি, ৩০, ০৮, ৩৮

দাতা সংস্থা : এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এ এল আর ডি), ঢাকা।


আমাদের অনুসরণ করুন
  • @gmail.com
ঠিকানা
  • 218/1 আলাউদ্দিন খান সড়ক ,দক্ষিণ আলিপুর , ফরিদপুর