কর্মসূচীর নাম : বাংলাদেশের ভূমিহীন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিস্বত্ত এবং যৌথ কৃষি চর্চা কর্মসূচি


কর্মএলাকা : ইউনিয়ন: নর্থ চ্যানেল, চরমাধবদিয়া ও অম্বিকাপুর, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর।

কার্যক্রম : ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, চরমাধবদিয়া ও অম্বিকাপুর প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের জমির অধিকার ও মালিকানা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বিএফএফ। প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের আইনী অধিকার সম্পর্কে সচেতন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা হয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের বঞ্চিত মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও উৎপাদনশীল কার্যক্রমের প্রশিক্ষণ প্রদান করা হয় যেন তারা আত্মনির্ভশীল হতে পারে। স্বাবলম্বী হওয়ার জন্য বিএফএফ প্রকল্প এলাকার নারীদের প্রতিবেলা রান্নার সময় এক মুঠ পরিমাণ চাল আলাদা করে রাখে এবং ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে শুরু করেছেন। এই সার বিক্রি ও ব্যবহার করে তারা লাভবান হচ্ছে ও উপার্জন করছে। এই উপার্জন দিয়ে সংসার চালানোর পাশাপাশি তারা সঞ্চয় করছে ও অন্যদেরও সচেতন করছেন। পাশাপাশি করোনা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে সচেতন করা হয়। এছাড়া জনসমবায় হলুদ গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া, বেসন ও মুড়ি বাজারজাতকরণের কাজ করছে এবং কৃষকদের উৎপাদিত পন্য এর বীজ সংগ্রহ করে সদস্যরা বীজ ব্যাংক তৈরী করছে।

অগ্রগতি : এক নজরে উল্লেখিত কর্মসূচি ক্রম দল মোট সদস্য মোট সঞ্চয় (টাকা) ভার্মি কম্পোস্ট সার বিক্রয় (কেজি) যৌথ চাষাবাদ খাদ্য প্রক্রিয়াজাত করণ ১ পলাশী মহিলা দল ২১ ২৮৮০০ - - ১০ - ২ বৈশাখী মহিলা দল ২২ ১৬৫৮০০ - - ১৫ হলুদ গুড়া. মরিচ গুড়া ৩ শাপলা মহিলা দল ২৪ ৬৫১৮০ - - ১৮ হলুদ গুড়া. মরিচ গুড়া, ধনিয়া গুড়া ৪ সুখের মূল মহিলা দল ১৮ ১০১০১০ ০১ ১৩০ ১৬ - ৫ কাঁশফুল মহিলা দল ১৫ ৬৯৫৪০ ০১ ৮০০ ১০ হলুদ গুড়া. মরিচ গুড়া ৬ গোলাপ মহিলা দল ২২ ৯২৯০০ - - ১৫ হলুদ গুড়া. ধনিয়া গুড়া ৭ সূর্যমুখী মহিলা দল ২৫ ৯৫০৩১ - - ১৭ - ৮ জবা মহিলা দল ১৯ ৬০৭৪৫ - - ১৯ - মোট ১৬৬ ৬৭৯০০৬ ০২ ৯৩০ ১২০ ক্রম কার্যক্রম অর্জন (২০২০-২০২১) বেনিফিসিয়ারি সংখ্যা নারী পুরুষ মোট ০১ দলনেত্রীদের নিয়ে সমন্বয় সভা ০৫টি ৮৫ - ৮৫ ০২ নলেজ শেয়ারিং ০২ টি ৪৮ - ৪৮

দাতা সংস্থা : এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এ এল আর ডি), ঢাকা।


আমাদের অনুসরণ করুন
  • @gmail.com
অর্থপ্রদান
  • ০১৭১১-০০০০০০