কর্মসূচীর নাম : গাভী পালন কর্মসূচি


কর্মএলাকা : ডিক্রির চর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও অম্বিকাপুর ইউনিয়ন

কার্যক্রম : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় বিএফএফ গাভী পালন কর্মসূচি পরিচালনা করে থাকে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে গাভী প্রদানের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

অগ্রগতি : এক নজরে উল্লেখিত কর্মসূচি কর্মসূচীরবিবরণ সংখ্যা উপকার ভোগীর সংখ্যা প্রত্যক্ষ ভাবে উপকার ভোগীর সংখ্যা পরোক্ষ ভাবে কর্ম এলাকা অর্থায়নে গাভী বিতরণ (বকনা বাছুর) ৭ ৭ ২৮ চরমাধবদিয়া, নর্থ চ্যানেল, মডিক্রিরচর, অম্বিকাপুর বি এন এফ পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর (সচেতনতামূলক সভা) ০১ টি ১৮ ২৮ গরুর কৃমিনাশক ঔষধ ও ভ্যাকসিন প্রদান ২ বার ৭ ২৮

দাতা সংস্থা : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন


আমাদের অনুসরণ করুন
  • @gmail.com
অর্থপ্রদান
  • ০১৭১১-০০০০০০