কর্মসূচীর নাম : শিক্ষা সহায়তা কর্মসূচি


কর্মএলাকা : চরমাধবদিয়া, আম্বিকাপুর, নর্থচ্যানেল, আলিয়াবাদ, কানাইপুর,কৃষ্ণনগর, চাঁনপুর, ঈশানগোপালপুর ইউনিয়ন ও পৌরসভা। উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর।

কার্যক্রম : দেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে অবদান রাখার জন্য বিএফএফ ৭৪টি শিশু শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১৮২৬৮জন শিশুকে শিক্ষাসহায়তা কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রদান করছে। এই শিক্ষার্থীদের মধ্যে ৪৮.৫৮% ছাত্রী। শিক্ষার্থীরা ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে এবং তাদের প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। বিএফএফ-এর পাঠ্যক্রম শিশুদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করতে তৈরি করা হয়েছে। শিশুদের লেখা, পড়া, সহজ গাণিতিক হিসাব, জীবনযাপনে দক্ষতা ও সামাজিক মূল্যবোধ শেখানো হয়। নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রম, শারীরিক অনুশীলন, বিভিন্ন ধরনের খেলা, গান, নাচ, ছবি আঁকা, অভিনয় ইত্যাদি শেখানো হয়। এই সকল শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করে।

অগ্রগতি : ক্রম শ্রেণি বিদ্যালয় সংখ্যা ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যা মোট ১ প্রাক-প্রাথমিক১৬ ২১০ ১৯১ ৪০১ ২ প্রথম ১৩ ১৯০ ১৯৫ ৩৮৫ ৩ দি¦তীয় ০৫ ৫০ ৫৫ ১০৫ ৪ তৃতীয় ১৩ ১৩২ ১৭০ ৩০২ ৫ চতুর্থ ০২ ২২ ১৮ ৪০ ৬ পঞ্চম ২৫ ২৮৩ ৩১০ ৫৯৩ সর্বমোট ৭৪ ৮৮৭ ৯৩৯ ১৮২৬

দাতা সংস্থা : ব্র্যাক ও বি এফ এফ এর নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।


আমাদের অনুসরণ করুন
  • @gmail.com
অর্থপ্রদান
  • ০১৭১১-০০০০০০