কর্মএলাকা : চরমাধবদিয়া, নর্থচ্যানেল, অম্বিকাপুর, মাচ্চর, ডিক্রিরচর ও পৌরসভা
কার্যক্রম : লক্ষিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য উৎপাদনমূলক কার্যক্রম পরিচালনা করতে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ঋণ প্রদান করা হয়। এর পাশাপাশি অনুমোদিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে এবং দক্ষতা বিকাশে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করে থাকে। পরিবারের নারী সদস্যদের নিয়ে এলাকাভিত্তিক দল গঠন করা হয়। বি.এফ.এফ-এর মাঠকর্মী ও দলনেতারা দল গঠন হতে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধের সম্পূর্ণ প্রক্রিয়া তদারকি ও পর্যবেক্ষণ করেন। অর্থের যথাযথ বিনিয়োগ ও ব্যবহারের ক্ষেত্রে দলনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলগুলো তাদের দক্ষতা, পেশা ও সদস্যদের ধারণক্ষমতা অনুযায়ী ঋণ গ্রহণের জন্য স্কিম বাছাই করে।
অগ্রগতি : ক্ষুদ্রঋণ কর্মসূচির তুলনামূলক চিত্র (জুলাই ২০২৪-জুন ২০২৫): ঋণগ্রহীতার সংখ্যা (২০২৩-২৪) ১০৯৫, ঋণগ্রহীতার সংখ্যা (২০২৪-২৫) ১২৩৭, ঋণস্থিতি (টাকা/২০২৩-২৪) ২৯৯৭৩৫৭৪, ঋণস্থিতি (টাকা/২০২৩-২৪) ৪১২৫৭৩৬২, ঋণ বিতরণ (টাকা/২০২৪-২৫) ৭৬০৬৮০০০, আদায় (টাকা/২০২৪-২৫) ৬৪৭৮৪২১২, আদায় হার (টাকা/ জুন, ২০২৫) ৯৮.৮৬% দলভিত্তিক সঞ্চয়ের তুলনামূলক চিত্র (জুলাই ২০২৪-জুন ২০২৫): দল সংখ্যা (২০২৩-২৪) ১০০, দল সংখ্যা (২০২৪-২৫) ১০৩, সদস্য সংখ্যা (২০২৩-২৪) ১৫৮৪, সদস্য সংখ্যা (২০২৪-২৫) ১৭৪৬, সঞ্চয় জের (২০২৩-২৪) ১৬৪০১৪০৫, সঞ্চয় আদায় (২০২৪-২৫) ৭৪০৭৪২২, সঞ্চয় ফেরত (২০২৪-২৫) ৬০৫৪১৭১, সঞ্চয় মুনাফা (২০২৪-২৫) ৯৯৬৫৮৫ , সঞ্চয় স্থিতি (জুন, ২০২৫) ১৮৭৫১২৪১ ঋণ বিতরণের ধরণ(জুলাই ২০২৪-জুন ২০২৫): ক্র. নং স্কিম ঋণ গ্রহীতার সংখ্যা ঋণের পরিমাণ (টাকা) ১. কৃষি ২৮২, ১৪৮৪১০০০ ২. ক্ষুদ্রব্যবসা ৩০৩, ২৭৬২১০০০ ৩. গৃহ নির্মাণ বা মেরামত/ আসবাবপত্র ক্রয় ২৪৮, ১৪৯১০০০০ ৪. যানবাহন ক্রয় ১২৭, ৭৬৬৫০০০ ৫. পশুপালন ১৮১, ৮২১১০০০ ৬. অন্যান্য ২৫, ২৮২০০০০ মোট ১১৬৬, ৭৬০৬৮০০০
দাতা সংস্থা :