...
এএলআরডি এর সহযোগিতায় বেনিফিসিয়ারি'জ ফ্রেন্ডশিপ ফোরাম-বিএফএফ বাস্তবায়িত বাংলাদেশের ভূমিহীন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিস্বত্ব এবং যৌথকৃষি চর্চা প্রকল্প

প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে সংগঠিত পলাশ নারী দলের সদস্যদের অংশগ্রহণে নলেজ শেয়ারিং সভায় "নিরাপদ কৃষিপণ্য উৎপাদন ও জমির সর্বোচ্চ ব্যবহার" বিষয়ে আলোচনা করছেন বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম। পলাশ নারী দলের সভানেত্রী নুরজাহান বেগমের সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন বিএফএফ এর কর্মসূচি সংগঠক পারমিতা বিশ্বাস। উপস্থিত ছিলেন বিএফএফ এর কর্মসূচি সংগঠক মো: দেলোয়ার হোসেন। (২৬ ডিসেম্বর ২০২২)


আমাদের অনুসরণ করুন
  • @gmail.com
ঠিকানা
  • 218/1 আলাউদ্দিন খান সড়ক ,দক্ষিণ আলিপুর , ফরিদপুর