কর্মসূচীর নাম : স্ট্যান্ড ফর হার ল্যান্ড ‍


কর্মএলাকা : নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর।

কার্যক্রম : বাংলাদেশের কৃষি এবং খাদ্য নিরাপত্তার প্রধান কারিগর মূলত নারীরাই। ১৬ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশে প্রায় ১০ কোটি মানুষের বসবাস গ্রামীণ এলাকায়। এর মধ্যে অর্ধেকেরও বেশি নারী যারা গ্রামীণ অর্থনীতির মেরুদন্ড হিসাবে ধরা হয়ে থাকে। গ্রামীণ নারীরা প্রায়শই দিনে ১৬ ঘন্টা কাজ করে থাকে। এরপরও তারা অদৃশ্য ও অবমূল্যায়িত থাকে। অপরদিকে কাঠামোগত বাধা ও নেতিবাচক সামাজিক রীতি নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অংশগ্রহণ এবং পারিবারিক সম্পদ-সম্পত্তিতে নারীর অধিকারকে বাধাগ্রস্থ ও সীমাবদ্ধ করে চলেছে। এসব বিষয়কে বিবেচনায় রেখে এএলআরডি-র সহযোগিতায় বি.এফ.এফ “স্ট্যান্ড ফর হার ল্যান্ড ক্যাম্পেইন” পরিচালনা করছে। দ্যা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট সেক্রেটারি ফর গ্লোবাল উইমেন’স ইস্যুস এবং ল্যান্ডেসা, ইউএসএ-এর অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অগ্রগতি : কার্যক্রম বিবরণী (জুলাই, ২০২৪ - জুন, ২০২৫): কার্যক্রম লক্ষ্য অর্জন আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪, ০১ ০১ উঠান বৈঠক: প্রয়োজন সাপেক্ষে ১৬ প্যারালিগ্যাল মিটিং: ৪ ৪ নারীর ভূমি অধিকার রক্ষার্থে সচেতনতামূলক সভা: ০৩ ০৩ বিশ্ব গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালী: ০১ ০১ ডিজিটাল ভূমিসেবা কার্যক্রম: ০১ ০১ ভূমি সংক্রান্ত সেবা প্রদান প্রয়োজন সাপেক্ষে ০৭ “স্ট্যান্ড ফর হার ল্যান্ড ক্যাম্পেইন” এর সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সাথে নারীর ভূমি অধিকার বিষয়ে অনলাইন নলেজ শেয়ারিং মিটিং: ০১ ০১

দাতা সংস্থা : এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এ এল আর ডি), ঢাকা।


আমাদের অনুসরণ করুন
  • @gmail.com
ঠিকানা
  • 218/1 আলাউদ্দিন খান সড়ক ,দক্ষিণ আলিপুর , ফরিদপুর