কর্মএলাকা : নর্থচ্যানেল, অম্বিকাপুর, চরমাধবদিয়া, ডিক্রিরচর ইউনিয়ন, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর।
কার্যক্রম : বি.এফ.এফ নিজস্ব তহবিল হতে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সহযোগিতায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতি বছর বি.এফ.এফ প্রান্তিক, দরিদ্র ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে কোরবানীর গরুর মাংস এবং ধর্মীয় উৎসব বিশেষ করে ঈদ-উল-ফিতর ও দূর্গাপূজা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র ইত্যাদি বিতরণ করে। বি.এফ.এফ ও ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে কোরবানীর ঈদের সময় দরিদ্র ও অতিদরিদ্র মানুষের মধ্যে কোরবানীর গরুর মাংস বিতরণ করা হয়।
বেনিফিশিয়ারি'জ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এর নিজস্ব অর্থায়নে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মো: সুজাউদ্দিন রাশেদ, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, বিএফএফ এর হিসাবরক্ষক রুম্মানা ফেরদৌসী, কর্মসূচি কর্মকর্তা জহরুল হক ও সহকারি কর্মসূচি কর্মকর্তা রায়হানা রহমান। (১৮ এপ্রিল, ২০২৩; বিএফএফ সভাকক্ষ, ফরিদপুর)
অগ্রগতি : এক নজরে ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি (জুলাই, ২০২৪-জুন, ২০২৫) ক্রম সহায়তার ধরন সুবিধাভোগীর সংখ্যা সহায়তায় ১. কোরবানীর গরুর মাংস বিতরণ ১৮২০টি পরিবার, ইসলামিক রিলিফ বাংলাদেশ ২. শিক্ষা সহায়তা ১, নিজস্ব ৩. বৃক্ষরোপন ৩০, নিজস্ব ৪. খাদ্য সামগ্রী বিতরণ (ঈদ-উল-ফিতর) ১২, নিজস্ব ৫. খাদ্য সামগ্রী বিতরণ (দূর্গা পূজা) ১০, নিজস্ব ৬. স্বাস্থ্যসেবা ৮, নিজস্ব ৭. অন্যান্য আর্থিক সহায়তা ১৮, নিজস্ব
দাতা সংস্থা :