কর্মসূচীর নাম : উইমেন লিড কালেক্টিভ অ্যাডভোকেসি ফর ক্লাইমেট অ্যাকশন


কর্মএলাকা : নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর।

কার্যক্রম : বাংলাদেশ একটি কৃষি নির্ভরদেশ। এদেশের অধিকাংশ মানুষের জীবন ও জীবিকা কৃষির উপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বিরূপ প্রভাব পড়ছে দেশের কৃষির উপর। শক্তিশালী ঘূর্ণিঝড়, বন্যা, তাপমাত্রার অস্বাভাবিক তারতম্য, পানিতে লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি কারণেদেশের কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফরিদপুর বন্যাপ্রবণ ও নদীভাঙ্গন এলাকা। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষকেরা বিশেষ করে নারী কৃষকেরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পরছে। এই পরিস্থিতে নারীর ভ‚মি অধিকার, জীবিকা এবং সামগ্রিক কল্যাণকে প্রাধান্য দিয়ে জলবায়ু পরিবর্তনসহনশীলতা শক্তিশালী করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

অগ্রগতি : কার্যক্রম বিবরণী (জুলাই, ২০২৪-জুন, ২০২৫) কার্যক্রম লক্ষ্য অর্জন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক সভা: ০১ ০১ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালী: ০১ ০১

দাতা সংস্থা : এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এ এল আর ডি), ঢাকা।


আমাদের অনুসরণ করুন
  • @gmail.com
ঠিকানা
  • 218/1 আলাউদ্দিন খান সড়ক ,দক্ষিণ আলিপুর , ফরিদপুর